পানকৌড়ির মাছ শিকার
পানিতে মাছ শিকারে ব্যস্ত পানকৌড়িকে আমরা অনেকে দেখেছি। আমাদের দেশে বহুল পরিচিত পাখিদের একটি প্রজাতি এরা। এ দেশে সাধারণত দুই ধরনের পানকৌড়ি পাওয়া যায়। আক
পানিতে মাছ শিকারে ব্যস্ত পানকৌড়িকে আমরা অনেকে দেখেছি। আমাদের দেশে বহুল পরিচিত পাখিদের একটি প্রজাতি এরা। এ দেশে সাধারণত দুই ধরনের পানকৌড়ি পাওয়া যায়। আকারের ভিত্তিতে তাদের ছোট ও বড় পানকৌড়ি নামকরণ করা হয়েছে। খাল, বিল, পুকুর—সর্বত্র দেখা মেলে ছোট পানকৌড়ির। কিন্তু বড় পানকৌড়ি বড় বিল, হাওর, বাঁওড় বা নদীতে হঠাৎ দু-চারটি চোখে পড়ে। অঞ্চলভেদে এ পাখিদের ডাকা হয় পানিকাবাডি, পানিকাউর, পানিকাউয়া, পানিকুক্কুট নামে। ডুব দিয়ে মাছ শিকারে বেশ পটু এরা। মাঝেমধ্যে এরা নিজের স্বাভাবিক সক্ষমতার চেয়েও বড় মাছ ধরে ফেলে। তবে বড় মাছ গিলতে কষ্ট হলেও শেষ পর্যন্ত হাল ছাড়ে না পানকৌড়ি। ডুব দিয়ে একবার শিকারের পিছু নিলে বড়শির মতো বাঁকানো ঠোঁটে তা বাঁধিয়ে তবেই ভেসে ওঠে। ছোট পানকৌড়ির মাছ শিকারের দৃশ্য নিয়ে আজকের ছবির গল্প। ছবিগুলো পাবনার চাটমোহর উপজেলার চলনবিল থেকে তোলা।
0 কমেন্ট:
কমেন্ট তৌবিয়ু